ইঞ্জিঃ মোঃ ওমর ফারুক
![]() |
Royalty-free stock photo ID: 714918928
Kirkuk, Iraq - June 02, 2017: Labors working in roof rebar of house in Iraq |
বর্তমান বাংলাদেশে বিভিন্ন সাইজের রড পাওয়া যায় ,যেমন ৩ মিলিমিটার থেকে শুরু করে ৪,৫,৮,১০,২০,ও ২৫ মি.মি পর্যন্ত । সাধারণ ভাবে বাংলাদেশে ইমারত নির্মানে তিন ধরনের সাইজের রড বেশি ব্যবহার করা হয় ।পাইলিং ,স্লাব ,বিম বা কলাম তৈরিতে আলাদা আলাদা ধরনের রড ব্যবহার করা হয় ।
যে রড কংক্রিটের সাথে ভালো বন্ধনী তৈরি করতে পারে , সেই রড ভালো ।
এখন বাজারে ৪০গ্রেড ৬০ গ্রেড ও ৭২ গ্রেড পর্যন্ত রড পাওয়া যায় । তবে ৪০ গ্রেডের রড খুব কম ব্যবহার । আর বর্তমানে ইমারত নির্মানে সাধারণত ৬০ গ্রেড রড ব্যবহার বেশি হয়।
রড ব্যবহারে সতর্কতা ও রক্ষণাবেক্ষণ
রড ক্রয়ের ক্ষেত্রে
লোহার রড এর আকার ও আকৃতি সমান হতে হবে ।
ফাঁটল অথবা চিড় থাকবে না ।
প্লেইন রডের অপেক্ষায় ডিফরমড বারে বন্ড ভালো হয়ে থাকে ।
মরিচা আক্রান্ত রডের মরিচা দূর না করা পর্যন্র কখনই ব্যবহার করা যাবে না ।
কারিগরি কারণসমূহ
রড নির্ধারিত জায়গায় GI- তার এবং কভার ব্লকের সাহায্যে লাগানো উচিৎ ।
রড লাগাবার সময় পর্যাপ্ত ডেভেলপমেন্ট লেন্থ দেওয়া প্রয়োজন ।
( ৪০ডি ,যেখানে ডি= রডের ব্যাস বা ডায়ামিটার )
যেখানে দুটো রডের জোড়া থাকবে সেখানে পরিমিত ল্যাপিং দেওয়া বাদ্ধতামুলক দিতে হবে।
সংরক্ষন সতর্কতা
রড কখনই সরাসরি মাটিতে রাখা যাবে না। রডের নিচে অবশ্যই কাঠ ,বাঁশ বা অব্য কিছু দিয়ে বেড তৈরি করতে হবে ।
বৃস্টিতে যাতে রড না ভিজে ,এমন স্থানে রড রাখতে হবে । কারণ, বৃস্টির সময় কাদামাটি ছিটে রডের গায়ে গিয়ে পরে ,এতে রডে মরিচা ধরে । এবং রড অতিরিক্ত ভিজলেও রডের গায়ে মরিচা ধরে।
ঢালাই কাজে ব্যবহারের জন্য রডকে দীর্ঘদিন ধরে বেঁধে রাখবেন না। এতে রড বাঁধাইয়ের তারগুলি দুর্বল হয়ে পড়ে ।এর ফলে বিভিন্ন জায়গার রডের বাঁধন খুলে গিয়ে কাজের ব্যাঘাত ঘটে।
ছাদে উন্মুক্ত কলামের রড
ছাদের ঢালাইয়ের পরে উপরে আবার ছাদ দেওয়ার জন্য কলামের রড রেখে দেওয়ার দকার হয় ,যদি পরবর্তী ছাদ নির্মাণে
দীর্ঘদিন বিরতির দরকার হয় ,তখন ছাদের কলামের যে উন্মুক্ত রড থাকে তা নষ্ট হয়ে যেতে পারে । এজন্য নিম্নোক্ত ব্যবস্থা গুলো করা যেতে পারে
১। রেড অক্সাইডের প্রলেপ দেওয়া যেতে পারে
২। লোহার সাথে নিকেল ও ক্রোমিয়াম ধাতুর সংকর মরিচা প্রতিরোধ করে । ( এখানে আপনি ABC Construction Chemical Company এর রাষ্ট রিমোভার কেমিক্যাল ব্যবহার করতে পারেন )
৩। গ্রিজ ব্যবহার করা যেতে পারে ।
৪। যদি দীর্ঘদিন বিরতির দরকার হয় কলামের ঐ বাড়তি অংশ দুর্বল কংক্রিট দিয়ে ঢালাই করে রেখে দেয়া ।
এতে একদিকে যেমন রডে মরিচা ধরার হাত থেকে রেহাই পায়, অন্য দিকে পরবর্তীতে ছাদের কাজ ধরার সময় ঐ দর্বল কংক্রিট ভেঙ্গে ফেলতে সহজ হবে । এবং কংক্রিট দুর্বল থাকার কারণে ভাঙ্গার সময় ছাদের নিচে থাকা প্রয়োজনীয় কলামের কন প্রকার ক্ষতি হয় না ।
Post a Comment